কমলাপুর স্টেশনে উপবন এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২৪শে জুন ২০১৯ ০১:২০ অপরাহ্ন
কমলাপুর স্টেশনে উপবন এক্সপ্রেস

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দুর্ঘটনাকবলিত আন্তঃনগর ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনটি সাতটি বগি নিয়ে কমলাপুর রেলস্টেশনে পৌঁছেছে। সোমবার সকাল পৌনে ১০টার দিকে ট্রেনটি স্টেশনের চার নম্বর প্লাটফর্মে পৌঁছায়। রবিবার রাত ১২টার দিকে কুলাউড়া উপজেলার বরমচাল রেলক্রসিং এলাকার অদূরে ব্রিজ ভেঙে খালে পড়ে যায় ‘উপবন এক্সপ্রেসের’ দুটি বগি। লাইনচ্যুত হয় আরও তিনটি বগি। দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। একে একে উদ্ধার করা হয় সাতটি লাশ। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয় শতাধিক মানুষকে।

দুর্ঘটনার পর রাত সোয়া তিনটার দিকে ১৭ বগির মধ্যে সামনে থাকা সাতটি বগি নিয়ে ঢাকার পথে রওনা হয় উপবন এক্সপ্রেস। প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর সকাল পৌনে ১০টার দিকে ট্রেনটি কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। কমলাপুর স্টেশনে ট্রেনটির বেশ কয়েকজন যাত্রী জানান, রাত হওয়ায় ট্রেনটির অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। রাত ১২টার দিকে তারা বিকট আওয়াজ শুনতে পান। প্রচণ্ড শব্দে তারা ভয় পেয়ে যায়। এরপর ট্রেনটির দাঁড় করালে তারা দুটি বগিকে পানিতে পড়ে থাকতে দেখেন। দুর্ঘটনার পর সেতুটি পার হয়ে আসা সামনের সাতটি বগি নিয়ে ট্রেনটি ঢাকার পথে রওনা হয়। ট্রেনটিতে যারা এসেছেন তারা সুস্থ থাকলেও মনের মতো আতঙ্ক রয়েছে বলে জানান তারা।

ইনিউজ ৭১/এম.আর