
প্রকাশ: ২৪ জুন ২০১৯, ১৫:৫০
অভিযোগের তদন্ত থেকে রেহাই পেতে সরাসরি ও তৃতীয় পক্ষের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের সঙ্গে ঘুষ লেনদেন করেছেন বহুল আলোচিত পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমান। এমন প্রমাণই মিলেছে গোপনীয়ভাবে ধারণ করা বেশ কয়েকটি অডিওতে। আর এতে তাকে সহযোগিতা করেছেন আব্দুল দয়াছ নামের এক লন্ডন প্রবাসী। রাজধানীর একটি হোটেলে তাদের মধ্যে এসব আলাপ হয়েছে। একটি অনলাইন গণমাধ্যম সম্প্রতি এরকম পাঁচটি অডিও রেকর্ডের বরাতে এ খবর প্রকাশ করেছে। তদন্ত ও মামলা থেকে ছাড়া পেতে দুদক কর্মকর্তাদের ঘুষ দেয়ার কথাও বলেছেন ডিআইজি মিজান।
অডিওর তথ্যানুসারে ঘুষ প্রদানের সমন্বয়কারী পেশায় রেস্তোরাঁ ব্যবসায়ী আব্দুল দয়াছ যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বৈত নাগরিক। সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের ছাতারপইয়ে তার গ্রামের বাড়ি। ডিআইডি মিজান ও দয়াছের সঙ্গে আলাপে ছিলেন এলপিআরে থাকা দুদক পরিচালক আব্দুল আজিজ ভূইয়া। ইকবাল, এনামুল বাছির, শফিক, নাসিম, জাহিদ ও পাটোয়ারী-এই ছয়জনকে ঘিরে চলে তাদের দীর্ঘ আলাপ। অডিও আলাপের ব্যক্তিরা দুদক কর্মকর্তা। আর তাদের অনেকেই দয়াছের সঙ্গে সম্পর্ক থাকার কথা স্বীকার করেছেন। তিনটি অডিও রেকর্ডের সময় এ বছরের ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি। অন্য দুটি অডিও রেকর্ডের সময় নিশ্চিত হওয়া যায়নি। ৩০/এ, ভিআইপি রোড, নয়াপল্টনের হোটেল ভিক্টোরির ২১১ নম্বর কক্ষে দয়াছ, ডিআইজি মিজান ও দুদক পরিচালক আব্দুল আজিজ ভূইয়ার মধ্যে ওই কথোপকথন হয়।


ইনিউজ ৭১/এম.আর