
প্রকাশ: ২৩ জুন ২০১৯, ০:৫০

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, বিসিএস, ব্যাংক ও বিভিন্ন সংস্থার নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির অভিযোগে ৮৭ ঢাবি শিক্ষার্থীসহ ১২৫ জনের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার(২৩ জুন) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র এএসপি সুমন কুমার দাস এ চার্জশিট দাখিল করেন। এই মামলার পরবর্তী তারিখ আগামী ২৬ জুন দিন নির্ধারিত আছে। প্রায় দেড় বছরের দীর্ঘ তদন্ত শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত প্রশ্নফাঁস মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখির করল সিআইডি। দু’টি পৃথক আইনে অভিযুক্তদের বিরুদ্ধে মোট চারটি চার্জশিট দাখিল করেছে তারা। চার্জশিটগুলোর নম্বর— ১১০, ১১০(ক), ১১০(খ) ও ১১০(গ)।
এর আগে, গত ৩০ মে মালিবাগের সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চার্জশিটের বিষয়ে বিস্তারিত তথ্য জানান সিআইডি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানান, ২০১৭ সালের ১৯ অক্টোবর গণমাধ্যমকর্মীদের দেওয়া তথ্যের সূত্র ধরে ঢাবির দু’টি আবাসিক হলে অভিযান চালিয়ে মামুন ও রানা নামে দুই শিক্ষার্থীকে গ্রেফতার করে সিআইডি। তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী পরদিন পরদিন পরীক্ষার হল থেকে গ্রেফতার করা হয় ভর্তিচ্ছু শিক্ষার্থী রাফিকে। পরে তদন্তে উঠে আসে, চক্রটি পরীক্ষা শুরুর আগেই প্রিন্টিং প্রেস থেকে ঢাবি’র ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করত। শেষ পর্যন্ত এই চক্রের ২৮ জনকে গ্রেফতার করে সিআইডি।
যাদের নামে অভিযোগপত্র

ইনিউজ ৭১/এম.আর