পিরোজপুরের ইন্দুরকানীতে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ৫ জুলাই শুরু হতে যাচ্ছে। চলবে ২৫ জুলাই পর্যন্ত। এসময় ভোটার তালিকায় অন্তর্ভূক্ত মৃত ব্যক্তিদের নাম কর্তণসহ নতুন ভোটারদের নাম সংগ্রহ করা হবে। পরে আগষ্টের ১ তারিখ হতে ২৩ আগষ্ট পর্যন্ত ছবি, দশ আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ সংগ্রহ করা হবে নতুন ভোটারদের। উপজেলার তিনটি ইউনিয়নে মোট ১৬ দিন এ কার্যক্রম চলবে বলে জানিয়েছে উপজেলা নির্বাচন অফিস।
রবিবার উপজেলা সভাকক্ষে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী-২০১৯ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাচন অফিসার এএসএম রোকনুজ্জামান খান। প্রশিক্ষনে মোট ছয় জন সুপারভাইজার ও ২৯ জন তথ্য সংগ্রহকারী অংশ গ্রহণ করেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।