রৌমারীতে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: রবিবার ২৩শে জুন ২০১৯ ০৬:৩৯ অপরাহ্ন
রৌমারীতে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের রৌমারীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল দলীয় কার্যালয়ে রাষ্ট্রীয় ও দলীয় পতাকা উত্তোলন, আনন্দ র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য দান, শোভাযাত্রা ও আলোচনা সভা। ২৩ জুন (রবিবার) ৭০ বছরে পা দিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া দেশের সর্ববৃহৎ ও প্রাচীন রাজনৈতিক দল। সকাল ৯টায় দলীয় কার্যালয় রাষ্ট্রীয় ও দলীয় পতাকা উত্তোলন করে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এসে জমায়েত হয়। পরে  উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মোমেন ঠিকাদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ সভাপতি হারুন অর রশিদ হারুন, বন্দবেড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দাঁতভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিন্লু ইসলাম (বিএসসি), যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, উপজেলা মহিলা আওয়ামী লীগে সহ-সভাপতি নুরজাহান বেগম, যুগ্ন সাধারণ সম্পাদক মর্জিনা ইসলাম প্রমুখ। বক্তারা আরো বলেন, বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে আওয়ামী লীগের নাম। তাই আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে জমকালো আয়োজনে।

উলে¬খ্য যে, ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার কেএম দাস লেনের রোজ গার্ডেনে প্রতিষ্ঠা হয় আওয়ামী লীগের। প্রতিষ্ঠার দুই যুগে দলটির নেতৃত্বে স্বাধীন হয় বাংলাদেশ। রোজ গার্ডেন থেকে কয়েকটি জায়গা বদল হয়ে ১৯৮১ সালে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হয়ে দেশে ফেরার পর দলের কেন্দ্রীয় কার্যালয় হয় বঙ্গবন্ধু এভিনিউয়ে। ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের ১০তলাবিশিষ্ট কার্যালয়ের উদ্বোধন করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানটি পরিচলনা করেন উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক আবিদ শাহনেওয়াজ তুহিন।

ইনিউজ ৭১/এম.আর