
প্রকাশ: ২৩ জুন ২০১৯, ২৩:১৯

বরিশালের আগৈলঝাড়ায় দেশের ঐতিহ্যবাহী প্রাচীন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ এর ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী রবিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল থেকেই উপজেলার পাঁচটি ইউনিয়নে থেকে নেতা-কর্মীরা ব্যান্ড পার্টি, ব্যানার ফেষ্টুন নিয়ে উপজেলা সদরে দলীয় কার্যালয়ে জরো হয়। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল দশ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে হাজার হাজার নেতা-কর্মীদের সমন্বয়ে ব্যান্ড পার্টি, ব্যানার, ফেস্টুনসহ প্রতিষ্ঠা বার্ষিকীর বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুণরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

ইনিউজ ৭১/এম.আর