বরগুনায় নতুন জেলা প্রশাসক হিসাবে যোগদান করেছেন মোস্তাইন বিল্লাহ। সোমবার বিদায়ী জেলা প্রশাসক কবির মাহমুদের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। নতুন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপপরিচালকের পদ থেকে বদলী হয়ে বরগুনায় এসেছেন। বিদায়ী জেলা প্রশাসক কবির মাহমুদ পাবনা জেলায় জেলা প্রশাসক পদে বদলী হয়েছেন।
উল্লেখ্য, গত ১১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় দেশের ১৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) পদায়ন করে। এছাড়া ৬ জেলার ডিসিকে অন্য জেলায় বদল করা হয়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।