ইসমাইল বেপারী(১৯) নামে এক ধর্ষকে আটক করেছে হিজলা থানার পুলিশ সদস্যরা। ২২ জুন শনিবার বিকেলে মেমানিয়া ইউনিয়নের টেকের হাট এলাকা থেকে ধর্ষককে আটক করে হিজলা থানায় নিয়ে আসা হয়েছে বলে জানায়, এই মামলার( আই,ও) এস,আই সিদ্দিক। ধর্ষক ইসমাইল মেমানিয়া ইউনিয়নের চরদূর্গাপুর এলাকার আলাউদ্দিন বেপারীর ওরফে ( আলাউদ্দিন মিস্ত্রির ) ছেলে। হিজলা থানা সূত্রে জানা গিয়েছে, একই এলাকার হেলাল গোলদালের মাদ্রাসায় পড়ুয়া মেয়ে হাজেরা (১৫) কে, ১১ জুন মঙ্গলবার রাতে বাড়ি থেকে তুলে নিয়ে, বাড়ির পাশেই বাগানে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে পাশের লোকজন এসে মেয়েটিকে উদ্ধার করে এবং ধর্ষক ইসমাইল ঘটনার স্থান থেকে পালিয়ে যায়।
ঘটনাটি লোকমুখে জানাজানি হলে, এলাকার ইউপি সদস্য ওয়াহাব আলী গোলদার ব্যাপারটি সালিসির মাধ্যমে সমাধান দিবেন বলে, ধর্ষকের পরিবারের কাছ থেকে ১ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। ঘটনার দুই দিন পরে হিজলা থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে। ধর্ষক আটকের ব্যাপারে হিজলা থানার ওসি(তদন্ত ) মঈন উদ্দিন, ইনিউজ৭১ কে জানান, ধর্ষণ মামলার আসামী হিসাবে ইসমাইলকে আটক করা হয়েছে। ঘটনাটি ধামাচাপা দিতে এলাকার ইউপি সদস্য ওয়াহাব আলী গোলদার ধর্ষকের পরিবারের কাছ থেকে টাকাও নিয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।