কলাপাড়ায় আনন্দঘন পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে। সকালে দলীয় কার্যালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ভাষণ সম্প্রচার। সকাল সাড়ে দশটায় বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, শহর আওয়ামী লীগের সভাপতি কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপাধ্যক্ষ শহীদুল আলম, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শফিকুল আলম বাবুল প্রমুখ। পরে বিশেষ দোয়া মোনাজাত শেষে গরীবদের খাবার বিতরণ করা হয়। উপজেলা ও শহর আওয়ামী লীগ এসব কর্মসূচি হাতে নেয়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।