
প্রকাশ: ২২ জুন ২০১৯, ৪:১৭

এখন থেকে সড়কে আর চাঁদাবাজি হবেনা বলে মন্তব্য করেছেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পকির্ত স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান। শনিবার দুপুরে রাজশাহীর নগরভবনে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাথে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। সাবেক নৌপরিবহনমন্ত্রী বলেন, "এখন থেকে সড়কে আর কোন চাঁদাবাজি হবে না। ইতোমধ্যে সেই নির্দেশনা দেয়া হয়েছে"।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব