এখন থেকে সড়কে আর চাঁদাবাজি হবেনা বলে মন্তব্য করেছেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পকির্ত স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান। শনিবার দুপুরে রাজশাহীর নগরভবনে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাথে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। সাবেক নৌপরিবহনমন্ত্রী বলেন, "এখন থেকে সড়কে আর কোন চাঁদাবাজি হবে না। ইতোমধ্যে সেই নির্দেশনা দেয়া হয়েছে"।
"এছাড়াও চালকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ প্রদান এবং তাদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান সরকার। আগামীতে প্রশিক্ষণের মাধ্যমে এক লাখ দক্ষ চালক তৈরি এবং এক হাজার পরিদর্শক তৈরির উদ্যোগ নিয়েছে সরকার", যোগ করেন শাজাহান খান। এসময় তিনি রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনকে মোটর শ্রমিক ইউনিয়নের সার্বিক দায়িত্ব অর্পণ করেন।
তিনি বলেন, "রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। নতুন নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত এটির সার্বিক দেখভাল করছেন মেয়র খায়রুজ্জামান লিটন ভাই। তিনি নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবেন।" মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।