
প্রকাশ: ২২ জুন ২০১৯, ৪:৭

শুক্রবার রাজধানীর সুত্রাপুর থানায় হাজির এক তৃতীয় শ্রেণি পড়ুয়া ছাত্র। তার আরজি মা-বাবার ঝগড়া থামাতে হবে। থানার পুলিশ কর্মকর্তাকে ওই ছেলে জানায়, সন্দেহের বশে তার মা এবং বাবা সবসময় ঝগড়া করেন। তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। সে এসব থামাতে চায়। এ জন্য নিজেই হাজির থানায়।
সুত্রপুর থানার আফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ নিজেই ফেসবুকে এ ঘটনার বিবরণ দিয়েছেন। শুক্রবার রাতে তিনি ফেসবুকে লেখেন- 'বিস্কুট খাওয়ার জন্য বলতেই বললো, থ্যান্ক্যু স্যার, বিস্কুট খাবো না। আর খাবেই বা কিভাবে? কান্না জড়িত কন্ঠে যে কিছু খেতে ইচ্ছে করে না। তাছাড়া প্রথমে একবার সৌজন্যতা দেখিয়ে না বলতেই হয়! ছোট্ট ছেলেটির মধ্যে সেই ভদ্রতাটুকু বেশ আছে লক্ষ্য করলাম। ছেলেটির সাহসের তারিফ করতেই হয়!
গতকাল (বৃহস্পতিবার) কাঁদতে কাঁদতে থানায় আসে। অভিযোগ, বাবা শুধু শুধু মা-কে সন্দেহ করে। আর এসব নিয়ে ঝগড়া ঝাটি, হাতাহাতি, যা দেখতে ভাল লাগে না ৩য় শ্রেনীতে পড়া দরিদ্র পরিবারের ছেলেটির। বাবা মায়ের ঝামেলা মিটানোর জন্য নিজে থেকেই থানায় আসে সে। গতকালই বাবা মা-কে থানায় এনে কথা বলার জন্য অফিসার পাঠালেও পাওয়া যায়নি বাবাকে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব