ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) পদেই বহাল থাকছেন আলোচিত সামীম মোহাম্মদ আফজাল। শনিবার (২২ জুন) দুপুরে সচিবালয়ে ইফা’র বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
ধর্ম প্রতিমন্ত্রী এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাকচ করে দেন। উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান করতে প্রতিমন্ত্রীর ওপরই দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ১০ জুন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে কারণ দর্শানোর নোটিশ দেয় ধর্ম মন্ত্রণালয়। তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কেন অবহিত করা হবে না তা ৭ কার্যদিবসের মধ্যে ধর্ম মন্ত্রণালয়কে লিখিতভাবে জানাতে বলা হয়। ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ মার্কেট বিভাগের পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন মজুমদারকে সাময়িকভাবে বরখাস্তের আদেশকে কেন্দ্র করে এই শোকজের ঘটনা ঘটে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।