নেছারাবাদে প্রায় বিশ হাজার শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন 'এ' ক্যাপসুল

নিজস্ব প্রতিবেদক
মোঃ হাবিবুল্লাহ মিঠূ, উপজেলা প্রতিনিধি নেছারবাদ- পিরোজপুর
প্রকাশিত: শনিবার ২২শে জুন ২০১৯ ০১:২২ অপরাহ্ন
নেছারাবাদে প্রায় বিশ হাজার শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন 'এ' ক্যাপসুল

পিরোজপুরের নেছারাবাদে প্রায় বিশ হাজার শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। শনিবার (২২ জুন) সকাল আটটা থেকে উপজেলার হাসপাতাল,কমিউনিটি ক্লিনিক সহ স্বাস্থ্যকেন্দ্রে বসে লাল ও নীল রংয়ের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত একদিনে এ ক্যাপসুল খাওয়ানো চলবে। 

উপজেলার স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ তানভীর আহমেদ সিকদার জানান, উপজেলার ১০ ইউনিয়নে মোট ২৪১ টি কেন্দ্রে  ১৯ হাজার ৮৪১ শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুকে লাল রং এর এবং ৬ থেকে ১২ মাস বয়সি শিশুকে নীল রং এর ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

ইনিউজ ৭১/এম.আর