গাজীপুরে শ্রীপুরের এক পুকুর থেকে শুক্রবার এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার পুলিশ। আনুমানিক ২২ বছর বয়সের নিহত ওই তরুণীর পরিচয় পাওয়া যায়নি। মাওনা ফাঁড়ির ইন্সপেক্টর তারেকুজ্জামান ও স্থানীয়রা জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার কপাটিয়া পাড়া গ্রামের শফিকুল ইসলামের বাড়ির পাশের বাঁশ ঝাড়ের নিচে পুকুর পাড়ে শুক্রবার সকালে রক্তের দাগ দেখতে পায় স্থানীয়রা। ওই রক্তের দাগের সূত্রধরে খোঁজ করার একপর্যায়ে গলাকাটা এক তরুণীর লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পুলিশ ঘটনাস্থল থেকে এক জোড়া প্রিন্টের স্যান্ডেল উদ্ধার করে। নিহতের পরণে লালচে খয়েরী রংয়ের স্যালোয়ার ও কামিজ রয়েছে। শ্বাসনালীসহ নিহতের গলার অধিকাংশই কাটা রয়েছে। ধারণা করা হচ্ছে, পুকুর পাড়ে বাঁশ ঝাড়ের নীচে ধারালো অস্ত্র দিয়ে তরুণীর গলা কেটে হত্যার পর লাশ টেনে নিয়ে পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আনুমানিক ২২ বছর বয়সের নিহত ওই তরুণীর পরিচয় পাওয়া যায়নি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।