
প্রকাশ: ২১ জুন ২০১৯, ১:১৭

রাজধানীর বনানীতে মাদকবিরোধী অভিযান বা মাদক নির্মূলে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পুলিশের কথিত কিছু সোর্স। পুলিশের সোর্স পরিচয় দিয়ে তারা বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করছে। এমনও অভিযোগ আছে, কিছু অসাধু পুলিশ সদস্য মাদক উদ্ধার করে সোর্স মানি হিসেবে মাদক দিয়ে থাকে। যে কারণে ওই মাদক ফের বিক্রেতাদের কাছে চলে যাচ্ছে। সোর্সরা মাদক ব্যবসায়ীদের কাছ থেকে আর্থিক সুবিধা পেয়ে থাকে। যারা সুবিধা দিতে পারে না; তাদের পুলিশ দিয়ে ধরিয়ে দেয়। এসব সোর্স আবার প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকে। ফলে তাদের বিরুদ্ধে খুব বেশি ব্যবস্থা নেওয়া হয় না।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব