সদরঘাটে নৌকাডুবি: নিখোঁজ ২ ভাই-বোনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২১শে জুন ২০১৯ ০৩:৪৭ অপরাহ্ন
সদরঘাটে নৌকাডুবি: নিখোঁজ ২ ভাই-বোনের লাশ উদ্ধার

রাজধানীর সদরঘাটে নৌকাডুবির ঘটনায় দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা। ফায়ার সার্ভিস জানিয়েছে প্রায় ৬ ঘণ্টা চেষ্টার পর মেশকাত (১২) ও নুসরাত নামে  দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। দুপুর পৌনে ১২টার দিকে প্রথমে মেশকাতের মরদেহ উদ্ধার করা হয়। এর ১০ মিনিট পর নুসরাতের মরেদেহ উদ্ধার হয়।

কোস্ট গার্ডের মুখপাত্র মিরাজ আহমেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নৌকাডুবিতে নিখোঁজ দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে শুক্রবার সকাল ৭টার দিকে ঢেউয়ে নৌকা ডুবে যায়। এরপর নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও  কোস্টগার্ড উদ্ধার কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, লঞ্চের ঢেউয়ের কারণে নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকাটিতে পাঁচ যাত্রী ছিলেন। তিনজন সাঁতার কেটে পাড়ে উঠতে পেরেছেন। তবে দুই শিশু নিখোঁজ রয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব