মাদারীপুরে বিদ্যুৎপৃষ্টে সোহেল কাজী (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত একই এলাকার আহম্মদে কাজীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে পানির মটরে বৈদ্যুতিক সংযোগ দিতে যায় সোহেল। এ সময় বৈদ্যুতিক তারটি সংযোগ দিতে গেলে সোহেল বিদ্যুতায়িত হয়ে পড়ে। বিষয় বাড়ির লোকজন বুঝতে পেরে তাকে গুরতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে আনা হলে কর্তৃব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।সোহেলের নিকটাত্মীয় রুবেল বেপারী বলেন, সোহেলের ছোট ছোট দুই ছেলে। সোহেলের এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছে না।মাদারীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল হক সরদার বলেন, 'বিদ্যুৎপৃষ্টি এক যুবক নিহত হওয়ার খবর পেয়েছি। শুনেছি সে তার বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায়।'