রাঙ্গুনিয়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে গরু সহ বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২০শে জুন ২০১৯ ১০:০৬ অপরাহ্ন
রাঙ্গুনিয়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে গরু সহ বৃদ্ধের মৃত্যু

রাঙ্গুনিয়ায় কৃষি মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) বিকাল ৪টার দিকে উপজেলার পারুয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড উত্তর পারুয়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় গরুটিও মারা যায়। নিহতের নাম খাজা আহমদ (৫০)। সে ওই এলাকার আনুমিয়া হাজী বাড়ির মমতাজ মিয়ার পুত্র।পারুয়া ইউপি চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদার জানান, বৃহস্পতিবার বিকালে বৃষ্টি এলে মাঠ থেকে গরু আনতে যায় বৃদ্ধ খাজা আহমদ। গরুটি নিয়ে ফেরার পথে ৪টার দিকে গরু সহ বজ্রপাতের স্বীকার হন তিনি। ঘটনাস্থলেই গরুটির মৃত্যু হয় এবং খাজা আহমদকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত খাজা আহমদ ৪ মেয়ে ও ১ পুত্র সন্তানের জনক। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে পারুয়ায় গত বুধবারেও একই ভাবে বজ্রপাতে ২টি গরু মারা গিয়েছিল।