" আসুন বায়ু দূষণ রোধ করি " এ প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায় উদযাপন করা হলো, বিশ্ব পরিবেশ দিবস ২০১৯। হিজলা উপজেলা প্রশাসন এর আয়োজনে দিবসটি উপলক্ষ্যে ২০ জুন বৃহস্পতিবার বেলা ১১ টায়, উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষের সামনে এসে শেষ হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম এর সভাপতিত্বে, দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্যে রাখেন, সাংবাদিকদের পক্ষে দেলোয়ার হোসেন, বন কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা। আলোচনা সভায় সভাপতি তার বক্তব্যে বলেন, আমরা বিভিন্ন ভাবে পরিবেশকে দূষিত করে ফেলছি। সরকারের নিয়ম না মেনে অবৈধভাবে গড়ে উঠেছে ইটভাটা। পাশাপাশি অবৈধভাবে বালি উত্তোলন কারণে নদী ভাঙ্গন প্রবণতা বেড়েছে। সহজে মাছ ধরতে পানিতে বীষ প্রয়োগ করা হচ্ছে। পলিথিনের অপ ব্যবহার হচ্ছে। লঞ্চের টয়লেটের মাধ্যমেও পরিবেশ দূষিত হচ্ছে। এ সব থেকে আমাদের সচেতন হতে হবে। আমাদের পরিবেশ আমাদেরকেই রক্ষা করতে হবে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সূধীজন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।