কক্সবাজারের উখিয়ায় অটোরিক্সা (সিএনজি) নিয়ম বর্হিভূত ভাবে ভাড়া নৈরাজ্য বন্ধে ভোক্তা অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৯ জুন রাত ৮টায় অনলাইন নিউজ পোর্টাল সিএসবি ২৪ ডটকম কার্যালয়ে ”ভোক্তা অধিকার বাস্তবায়ন পরিষদ” এর সভাপতি এডভোকেট অনিল কান্তি বড়ুয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, অটোরিক্সা (সিএনজি) নিয়ম বর্হিভূত ভাবে ভাড়া নৈরাজ্য বন্ধে উপজেলা প্রশাসন কর্তৃক আলোচনা পূর্বক নির্ধারিত ভাড়া তালিকা প্রতিটি সিএনজিতে (অটোরিক্সা) টাঙানো এবং কার্যকর করতে উখিয়া উপজেলা নির্বাহী অফিসারের প্রতি অনুরোধ জানান।
এসময় বক্তারা আরো বলেন, ২০১৭ সালের ২৫ আগষ্ট পরবর্তী ১১ লাখের অধিক রোহিঙ্গা আসার কারণে স্থানীয় জনগোষ্টি বহুমুখী সমস্যায় জর্জরিত। ইতিপূর্বেও ভোক্তা অধিকার বাস্তবায়ন পরিষদ অটোরিক্সা সমিতির নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসে ভাড়া বৃদ্ধি না করার জন্য তাগিদ দেওয়া হয়েছিল। অন্যথায় ভোক্তার ন্যায্য অধিকার বাস্তবায়নে কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে।
এসময় সংশ্লিষ্ট প্রশাসনের বরাবরে স্মারকলিপি প্রদানেরও সিদ্ধান্ত গৃহীত হয়। বক্তব্য রাখেন, সমাজকর্মী মোস্তাক আহমদ, সিএসবি ২৪ ডটকম সম্পাদক পলাশ বড়ুয়া, ডিবিডিনিউজ ২৪ ডটকম সম্পাদক জসিম আজাদ, পালং ছাত্র পরিষদের সভাপতি রাশেদুল ইসলাম, উখিয়া নাগরিক আন্দোলনের সভাপতি মো: মোবারক হোছাইন, অধিকার বাস্তবায়ন কমিটির উখিয়ার সভাপতির্ শরীফ আজাদ, উখিয়া নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক মোরশেদুল হক ভুট্টো প্রমূখ। সভা সঞ্চালনা করেন ভোক্তা অধিকার বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক হাসান জামাল রাজু।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।