কলাপাড়ায় নির্মানাধীন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় আহত চীনা শ্রমিক ঝাং ইয়াং ফাং (২৬) মারা গেছে। বুধবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে কলাপাড়া থেকে আহত অবস্থায় তাঁকে নিয়ে এ হাসপাতালে ভর্তি করা হয়। ঝাং ইয়াং ফাং পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ইলেকট্রেশিয়ান পদে কর্মরত ছিলেন। এছাড়া চীনা শ্রমিক হচ্ছেন লিন কু মু (২৭), ঝ্যাং হুয়া (৩৪), ঝ্যাং সিং থান (২৫), ঝাং হু (২৬) ও জু ঝাং (৫৪) কে বুধবার বেলা ১১ টার সময় আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সংঘর্ষে আহত তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান (৪৭) ও নির্মাণ শ্রমিক মো. জহুরুল ইসলাম (৬৫)কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এঘটনায় ইপিসি,বিসিপিসিএল ও স্থানীয় প্রশাসনের সমন্বয় আলাদা তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার সময় ধানখালী ইউনিয়নে নির্মানাধীন ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে বয়লারে কর্মরত অবস্থায় সবিন্দ্র দাস (৩২) নামে এক বাংলাদেশী শ্রমিকের মৃত্যু হয়। নিহত শ্রমিকের লাশ গুম হওয়ার গুজব ছড়িয়ে পড়লে বাংলাদেশী শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্রের বয়লার এলাকার একটি অফিসসহ ক্যান্টিন, প্রশিক্ষণ কেন্দ্রে, ওয়েল্ডারে এবং পাশ্ববর্তী স্থাপনায় হামলা-ভাংচুর চালায়। এ সময় বাংলাদেশী শ্রমিক ও চাইনিজ শ্রকিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটে। রাতেও কয়েক দফা হামলা-ভাংচুরের ঘটনা ঘটে। এ এঘটনায় বিসিপিসিএলএর দুই কর্মকর্তা জার্জিস তালুকদার ও শাহমনি জিকো জড়িত থাকার অভিযোগ করেছেন বাঙালী শ্রমিকরা।
স্থানীয় সাংবাদিকরা ছবি তুলতে গেলে সংবাদকর্মী ফরাজী মো. ইমরানের মোটরসাইকেল ও একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক সাইফুল ইসলাম রয়েলের ক্যামেরা ভাংচুর করে চাইনিজ শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে রাত ১০টার দিকে পুলিশ টিয়ারসেল ফাকা গুলি ছোড়ে। পরে অতিরিক্ত পুলিশ, র্যাব, বিজিবি এবং আর্মড পুলিশ মোতায়েন করা হয়। পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে পুলিশ, র্যাব এবং আর্মডপুলিশ যৌথভাবে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে মঙ্গলবার রাতে বাংলাদেশী ও চীনা শ্রমিকদের সাথে সভা করে পরিস্থিতি নিয়ন্ত্রন করার চেষ্টা করেন। বর্তমানে প্রকল্প এলাকা শ্রমিকদের কার্যক্রম বন্ধ রায়েছে। এমন পরিস্থিতির খবর পেয়ে বুধবার সকালে হেলিকপ্টারে যোগে তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকা সফর করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প এলাকা ঘুরে দেখেন। এরপর বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের সাথে জরুরী সভা করেন। বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা তাঁকে সার্বিক পরিস্থিতি অবহিত করেন বলে জানা গেছে।
বিসিপিসিএল এর প্রশাসনিক কর্মকর্তা শাহমনি জিকো জানান, ক্ষুব্ধ শ্রমিকরা গুজবের কারণে উত্তেজিত হয়ে ক্যান্টিনে, অফিসে, প্রশিক্ষন কেন্দ্রে ও ওয়েল্ডারে হামলা-ভাংচুর চালায়। বর্তমানে বিজিবি, পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। এদিকে কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুর রহমান বলেন, নিহত শ্রমিক সবিন্দ্র দাসের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত সম্পন্ন হলে নিহতের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধরী জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে চলে এসেছি। আহত চাইনিজ ও বাংলাদেশী শ্রমিকদের উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় এক চাইনিজ শ্রমিক মারা যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া বিদ্যুৎ প্রতিমন্ত্রী, সচিব, বিদ্যুৎ কেন্দ্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যৌথ সভা করা হয়েছে। এসভায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।