কালকিনিতে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: বুধবার ১৯শে জুন ২০১৯ ০৭:২৭ অপরাহ্ন
কালকিনিতে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২, আহত ১৫

মাদারীপুরের কালকিনিতে সড়ক দূর্ঘটনায় ট্রাক চালকসহ দুইজন নিহত হয়েছে। এতে করে আহত হন কমপক্ষে ১৫জন যাত্রী। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গাব্রীজ নামকস্থানে এ দূর্ঘটনা ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলা সদরের হাজিরহাওলা গ্রামের হাকিম হাওলাদারের ছেলে মাসুদ হাওলাদার ও ট্রাক চালক আবু বক্কর।

এলাকা ও পুলিশ সুত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি যাত্রীবাহি পরিবহন উপজেলার ডাসার থানার ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গাব্রীজ নামকস্থানে পৌছলে উল্টোদিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখো-মুখি সংঘর্ষের সৃষ্টি হয়। এতে করে ঘটনাস্থলে মাসুদ ও আবু বক্কর নিহত হন। আহত হন কমপক্ষে ১৫জন যাত্রী।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি মোঃ গোলাম কিবরীয়া বলেন, সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব