পটুয়াখালীর কলাপাড়ায় চিহ্নিত সস্ত্রসী ও মাদক ব্যবসায়ী কালা ছিদ্দিকের নির্যাতন থেকে বাচতে ও স্থানীয় নির্দোষ ব্যক্তিদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারে দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসি। সোমবার বেলা এগারটায় উপজেলার মহিপুরের ধুলাসার ইউনিয়নের চাপলি বাজারে শতাধিক নারী পুরুষের অংশগ্রহনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় ছিদ্দিকের বিভিন্ন অপকর্মের কথা তুলে ধরে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ ছিদ্দিক এলাকার নিরিহ মানুষের উপর জোর জুলুম অত্যাচারসহ বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত থাকায় স্থানিয়রা প্রতিবাদ করলে মিথ্যা মামলা, হামলাসহ বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে। এছাড়া একাধিক ব্যাক্তিকে কুপিয়ে জখম করায় তার প্রতিবাদ ও শাস্তির দাবী জানান বক্তারা।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।