কাউখালী উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২৯শে এপ্রিল ২০১৯ ০২:৩০ অপরাহ্ন
কাউখালী উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের কার্যভার গ্রহণ উপলক্ষে রবিবার রাতে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আনোয়ার হোসেন মঞ্জু এমপি কাউখালী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন। এখানে নবনির্বাচিতদের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু মিঞা, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী হারুন অর রশীদ, ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান পল্টন ও সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, জেলা পরিষদের মহিলা সদস্য শাহজাদী রেবেকা শাহীন চৈতী ও সদস্য জাহাঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, আমিনুর রশীদ মিল্টন ও মো. দেলোয়ার সিকদার, জাতীয় পার্টি-জেপির উপজেলা সাধারণ সম্পাদক শাহ আলম নসু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার এবং যুব সংহতির উপজেলা সভাপতি জিয়াউল হাসান।

ইনিউজ ৭১/এম.আর