পালিয়েও শেষ রক্ষা হল না বরিশালের আগৈলঝাড়ার ইয়াবা সিন্ডিকেট প্রধান জাকাত ফকিরের ভাই মাদক কারবরি জাকির ফকিরের। পুলিশী অভিযানে পালিয়ে যাবার চার দিন পর অবশেষে গ্রেফতার হয়েছে জাকির ফকির।থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, ২১এপ্রিল দায়ের করা মাদক মামলার পালিয়ে যাওয়া আসামী ফুল্লশ্রী গ্রামের মৃত রফিজ উদ্দিন ফকিরের ছেলে মাদক কারবারি জাকির ফকিরকে বৃহস্পতিবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন হ্যালিপ্যাড থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাকির গোয়েন্দা পুলিশের তালিকাভুক্ত আন্তঃজেলা মাদকের ডিলার, একাধিক মাদক মামলার আসামী জাকাত ফকিরের ভাই।
জাকাতকে পুলিশ বিপুল পরিমান ইয়াবাসহ গত ২১এপ্রিল রাতে গ্রেফতার করে। ওই সময় জাকাতের সাথে থাকা তার ভাই জাকির পালিয়ে গিয়েছিল। ইয়াবাসহ জাকাত গ্রেফতারে ঘটনায় এসআই নাসির উদ্দিন বাদী হয়ে জাকাত ও তার ভাই মাদক কারবারি জাকির ফকিরকে আসামী করে ওই রাতেই মামলা দায়ের করেছিলেন, নং-১৪(২১.৪.১৯)।অন্যদিকে জয়দেবপুর থানার জিআর ১৭/৯১(১৭) মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী চেঙ্গুটিয়া গ্রামের সহিদ তালুকদারের ছেলে জুনায়েত তালুকদারকে বৃহস্পতিবার রাতে এসআই জসীম উদ্দিন গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।