শরবত বানিয়ে ঢাকা ওয়াসা ভবনে নিয়ে যাওয়া সেই মিজানুর রহমানের বাসায় গিয়ে তাকে হুমকি দেয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর জুরাইন এলাকাস্থ বাসায় গিয়ে মিজানুরকে হুমকি দেন ওয়াসার লোকজন। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে মিজানুর রহমান বলেন, 'দুপুরে কয়েকজন লোক আমার বাসায় প্রবেশ করে কোনো অনুমতি ছাড়াই। পরে আমি তাদের সঙ্গে ফোনে কথাবার্তা বললে তারা আমার ওপর চড়াও হয়। এরপর আমি ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি বাসায় যায়। বাসায় যাওয়ার পর তাদের স্ত্রীকে জিজ্ঞাসা করি তারা অনুমতি নিয়ে প্রবেশ করেছে কিনা। তারা অনুমতি নিয়ে প্রবেশ করেছে বললেও আমার স্ত্রী বলে তারা অনুমতি নেননি।'
হুমকির বিষয়ে মিজানুর বলেন, 'তারা আমাকে মামলা-হামলার হুমকি দিয়েছে। আমার সঙ্গে খারাপ আচারণ করেছে। তারা দেখে নেয়ারও হুমকি দিয়েছে।' কতজন গিয়েছিলেন? উত্তরে মিজানুর রহমান বলেন, 'ওরা পাঁচ/ছয়জন আসে আমার বাসায়, তারা সবাই ওয়াসার লোকজন, আমি তাদের সবাইকে চিনি।' জিডির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'এটাতো আমার একার সমস্যা না। তাই গোটা এলাকা মিলে সিদ্ধান্ত নেয়া হবে।'
এর আগে ঢাকা ওয়াসার পানি 'শতভাগ বিশুদ্ধ' দাবি করেছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। সেই বক্তব্যের প্রতিবাদে জুরাইন এলাকার পানি দিয়ে শরবত পান করাতে গতকাল মঙ্গলবার ওয়াসা ভবনের সামনে হাজির হয়েছিলেন মিজানুর রহমান। সে সময় অফিসে ছিলেন না ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। পরে জুরাইনবাসীর সঙ্গে সঙ্গে কথা বলেন ওয়াসার প্রকৌশলী ও কে এম সহিদ উদ্দিন। এ সময় সহিদ উদ্দিন বলেন, পাইপ লাইনের ত্রুটির কারণে ওয়াসার পানি দূষিত হয়ে থাকতে পারে, তবে ওয়াসার পানি সুপেয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।