দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের জন্য কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের সাত নেতা-কর্মীকে দল থেকে বহিস্কার করা হয়েছে। শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরী সভার সিদ্ধান্তনুযায়ী এদেরকে দল থেকে বহিস্কার করা হয়।
বহিস্কৃতরা হলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আ. মালেক আকন, মহিপুর শ্রমিকলীগের সাবেক সভাপতি সোহাগ আকন, টিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ আকতারুজ্জামান কোক্কা, কলাপাড়া পৌর যুবলীগের সহ-সভাপতি ও টিয়াখালী ইউপি চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, চাকামইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামত, চাকামইয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য আল-আমিন, চাকামইয়া ইউনিয়ন শ্রমিকলীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য রফিক হাওলাদার। কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ সুলতান মাহামুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যরেম এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।