শেষ মুহুর্তে জমে উঠেছে 'সরাইল উপজেলা নির্বাচন'

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শুক্রবার ২৯শে মার্চ ২০১৯ ০৩:৪১ অপরাহ্ন
শেষ মুহুর্তে জমে উঠেছে 'সরাইল উপজেলা নির্বাচন'

সরাইল উপজেলা পরিষদ নির্বাচন ভোটার উপস্হিত ও নির্বিঘ্নে ভোট প্রয়োগ ও শান্তিপুর্ণ উৎসব মহর নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ মুহূর্তে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন। প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। প্রতিদিনই জোরে শোরে চলছে প্রচার প্রচারণা। ভোটারদের মন জয় করতে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রচার মাইকে প্রার্থীর পক্ষে কেরর্ডকৃত গুণকীর্তন ও বক্তব্য উপজেলা ব্যাপী প্রচার করা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে ভোট প্রার্থনায় প্রার্থীরা নিরঘুম রাত কাটাচ্ছে। হাট-বাজার সহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ, উঠান বৈঠক ও গণসংযোগ অব্যাহত রয়েছে। প্রার্থীরা নানারকম প্রতিশ্রতি দিচ্ছেন। আর ভোটাররা চাইছে নির্বাচনে যোগ্যপ্রার্থীকে বেঁছে নিতে। নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার কমতি নেই। কে কাকে ভোট দিবে, তা নিয়ে মাঠে-ঘাটে, চায়ের দোকান, রাস্তা-ঘাটে আলোচনা-পর্যালাচনার ঝড় বইছেশেষ হবে শুক্রবার মধ্যরাতে। 

এর পর থেকে আইন-শৃঙ্খল বাহিনীর সদস্যরা টহল ব্যবস্থা জোরদার করবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতায় থাকা চেয়ারম্যান পদে ৭জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জনসহ মোট ১৯ প্রার্থী উৎসবমুখর পরিবেশে প্রচারণার শেষ প্রান্তে।উপজেলা নির্বাচন অফিস সুএে জানাযায়, উপজেলার ভোটার সংখ্যা ২ লক্ষ ১৪ হাজার ৮০ জন। মহিলা ১ লাখ ৩ হাজার ৭৯৭, পুরুষ ১ লাখ ১০ হাজার ২৮৩জন।আর উপজেলার ৯ টি ইউনিয়নের ৮৪টি কেন্দ্রে। ৫১৯টি বুথে ভোটগ্রহণ করা হবে।এদিকে ভোটগ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে সার্বিক প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কর্মকর্তারা বলছেন, এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। 

শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় মুখরিত হচ্ছে সরাইলের বিভিন্ন এলাকাতাছাড়া নির্বাচনে প্রার্থীরা কেউ কারও থেকে পিছিয়ে নেই। তারাও নিজ নিজ অবস্থান থেকে এ নির্বাচনে সুবিধা জনক অবস্থানে রয়েছে। নির্বাচন বিষয়ে এ প্রতিবেদকে সরাইল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার (ইউএনও) এ এস এম মোসা জানান, ‘নির্বাচনটি হবে শতভাগ সুষ্ঠু। তাই সকল প্রিসাইডিং অফিসারসহ ভোগগ্রহণ কর্মকর্তাদের কঠোর বার্তা দেওয়া হয়েছে। কোন অবস্থাতেই প্রশ্নবিদ্ধ নির্বাচন উপহার দেওয়া হবে না। সেজন্য প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি চুড়ান্ত করা হয়েছে।সরাইল থানার ওসি মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘নির্বাচনে কোন অনিয়ম বরদাশত করা হবে না। নির্বাচনে পুলিশের যথেষ্ট সদস্য নিয়োজিত থাকবে।এ দিকে  নির্বাচনে জয়-পরাজয় নির্ভর করবে ভোটারদের উপরে। কে জয়লাভ করবে তা জানার জন্য ৩১ মার্চের নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

 ইনিউজ ৭১/টি.টি. রাকিব