রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনায় এই পর্যন্ত ৪ জন মারা গেছেন বলে জানা গেছে। তাদের মধ্যে একজন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ও তিন জন ইউনাইটেড হাসপাতালের চিকিৎকরা মৃত ঘোষণা করেন। এছাড়া, আহত হয়েছেন অনেকে। আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক শ্রীলংকা নাগরিককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। ইউনাইটেড হাসপাতপালে আহত অবস্থায় রয়েছেন আরও পাঁচজন। তারা বেঁচে ফিরলেও কারও হাতে, কারও পায়েসহ শরীরের বিভিন্ন জায়গায় জানালার গ্লাস ঢুকে গেছে।
ইনিউজ ৭১/এম.আর