'মরন সাগরপারে তোমরা অমর তোমাদের স্মরি- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মোমবাতি প্রজ্জলন, র্যালি ও শপথ পাঠের মধ্য দিয়ে পটুয়াখালীতে জাতীয় গনহত্যা দিবস স্মরণ করা হয়েছে। সোমবার রাত ৮টায় পটুয়াখালী জেলা খেলাঘরের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। পটুয়াখালী খেলাঘর এর সামনে থেকে বার্নাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর স্মৃতি স্তম্ভের সামনে গিয়ে শেষ হয়।
এসময় খেলাঘরের সদস্যরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বাঙালি জাতির জীবনে এক বিভীষিকাময় রাত নেমে আসে। সে রাতে ৭০০০ মানুষকে হত্যা করা হয়, গ্রেপ্তার হয় আরও ৩০০০ লোক। এই রাতটিকে স্মরণীয় করে রাখতে শপথ বাক্য পাঠ শেষে স্মৃতিফলকে মোমবাতি জ্বালিয়ে দেয়া হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।