মাদারীপুরের কালকিনিতে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন প্রশাসন। আজ সোমবার দুপুরে ওই সকল স্থাপনা উচ্ছেদ করা হয়। উপজেলার ডাসারে সড়ক ও জনপদের জায়গা দখল করে ওই এলাকার বেশ কয়েকজন প্রভাবশালী মিলে ৩০টি দোকান ঘড় নির্মান করেন।
পরে জেলা নির্বাহী মেজিষ্ট্রেট রেকসোনা খানমের নেতৃত্বে ডাসার থানা পুলিশের সহযোগীতায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, অবৈধভাবে তোলা প্রায় ৩০টি দোকান ভেঙ্গে দেয়া হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।