পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ঝড়ের কবলে পরে ১৪ শ’ মণ ধান নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার আগুনমুখা নদীতে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিকেল ৪ টায় উপজেলার কোড়ালিয়া খেয়াঘাট থেকে ১৪ শ’ মণ ধান নিয়ে ‘মা ফাতেমা’ নামক একটি ট্রলার গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়।
পথিমধ্যে বিকেল ৫ টার দিকে আগুনমুখা নদী পাড়ি দেওয়ার সময় প্রচন্ড ঢেউয়ের তোড়ে ধান বোঝাই ট্রলারটি ডুবে যায়। তবে ট্রলারটিতে থাকা মাঝিসহ দুই ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুবে যাওয়া ধানের মালিক উপজেলার বাহেরচর বন্দর ব্যবসায়ী মো. রুস্তুম আলী ফকির বলেন, ধানসহ ডুবে যাওয়া ট্রলারের হদিস পাওয়া যাচ্ছে না। প্রচণ্ড ঢেউয়ের কারণে ট্রলারটি উদ্ধারের কাজও করা যাচ্ছে না। বুধবার উদ্ধার কাজ করা হবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।