রাজধানীতে বাস চালকদের প্রতিযোগিতায় ফের শিক্ষার্থী নিহতের ঘটনা ঘটল। এবার রাজধানীর উত্তরায় দুই বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে নিহত হয়েছেন এক মাদ্রাসা শিক্ষার্থী। গতকাল শনিবার রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের ক্যান্সার হাসপাতালের পাশের সড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিকাশ পরিবহনের একটি বাস ওই শিক্ষার্থীকে চাপা দেয়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. সাদেক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জানা গেছে, বেলা সোয়া ৩টার দিকে বাসার সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন তানভীর। এ সময় বিকাশ পরিবহনের দুটি যাত্রীবাহী বাস পাল্লাপাল্লি করে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তানভীরকে চাপা দেয়। পরে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।