রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার পুরান ঢাকার সিদ্দিক বাজারে আগুনের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার রাত ৯টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা মো. আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাজারের মফি সরদার জামে মসজিদের কাছে একটি রাস্তায় গ্যাস লাইনের লিকেজের কারণে আগুনের ঘটনাটি ঘটে।
তিনি বলেন, আতংকিত হওয়ার মতো কিছু ঘটেনি। আমাদের ফায়ার সার্ভিস যাওয়ার আগেই তা নিভে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বা আহতের কোনো ঘটনা ঘটেনি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।