সরকারি হাসপাতালের ওষুধের গোডাউনে র‌্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১৮ই ফেব্রুয়ারি ২০১৯ ০৭:৪৪ অপরাহ্ন
সরকারি হাসপাতালের ওষুধের গোডাউনে র‌্যাবের অভিযান

সরকারি হাসপাতালের ওষুধ বাজারে বিক্রির অভিযোগ পেয়ে একটি অবৈধ গোডাউনে অভিযান শুরু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থানার কলেজগেট-সংলগ্ন অনুরাগ সুপারশপের পেছনে একটি গোডাউনে ওই অভিযান চলছে। র‌্যাব-২ এর সহযোগিতায় অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি জানান, সরকারি হাসপাতালের ওষুধ যখন বাজারে বিক্রি হয় তখন নিজেকে বড় অপরাধী মনে হয়। এমন অভিযোগ পাবার পরই অভিযান শুরু করেছি। ঘটনাস্থলে এসে সত্যতাও পেয়েছি। এখানে পঙ্গু হাসপাতালেরই ওষুধ বেশি। এ ছাড়া অন্যান্য সরকারি হাসপাতালেরও ওষুধ দেখা গেছে। তিনি আরও বলেন, এটি মূলত বাসা কিন্তু গোডাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। সরকারি হাসপাতাল থেকে চুরি করে আনা ওষুধই এখানে মজুদ করা হয়েছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব