সাদপন্থীদের ইজতেমা শুরু, বৃষ্টিতে দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৭ই ফেব্রুয়ারি ২০১৯ ১১:৪৯ পূর্বাহ্ন
সাদপন্থীদের ইজতেমা শুরু, বৃষ্টিতে দুর্ভোগ

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে মাওলানা সাদের অনুসারীদের দুই দিনব্যাপী বিশ্ব ইজতেমা। এর আগে মাওলানা জোবায়ের পন্থীদের দুই দিনব্যাপী বিশ্ব ইজতেমা গতকাল শনিবার শেষ হয়। এবার দুই গ্রুপে ভাগ হয়ে ৪ দিনব্যাপী ইজতেমার আয়োজন করা হয়। যেহেতু দুই গ্রুপের অনুসারীদের ৪ দিনব্যাপী ইজতেমা। তাই প্রস্থান ও প্রবেশে প্রশাসনের নির্দেশনায় শনিবার রাত ৯টার মধ্যেই জোবায়ের অনুসারীরা মাঠ ত্যাগ করেন। তার পর থেকে মাঠের নিয়ন্ত্রণ নেয় আইনশৃংখলা বাহিনী।

অন্যদিকে, সাদ অনুসারীদের রোববার সকাল ৭টায় মাঠে প্রবেশের কথা থাকলেও ভোর থেকেই তাদের মাঠে প্রবেশ করতে দেখা যায়। ইতোমধ্যেই ইজতেমা ময়দানে লাখো মুসল্লী অবস্থান নিয়েছেন। তবে রোববার সকাল ৭টার দিকে হঠাৎ বৃষ্টিতে মুসল্লীরা দুর্ভোগে পড়েন। ইজতেমায় আম বয়ান করেন ইজতেমার শীর্ষ মুরুব্বী ভারতের ইকবাল হাফিজ। বাংলায় তর্জমা করেন কাকরাইল মসজিদের মাওলানা আব্দুল্লাহ।

ইনিউজ ৭১/এম.আর