প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২:৪৫
পিরোজপুরের কাউখালীতে উপজেলা মাসিক সভা ও আইন শৃংখলা কমিটির সভা মঙ্গলবার বিকালে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু। অন্যানের মধ্যে বক্তব্য দেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দীন মহারাজ, উপজেলা পরিষদ চেয়াম্যান এস এম আহসান কবীর।
এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, জেলা পরিষদের সদস্য শাহাজাদী শাহিন রেবেকা চৈতী, কাউখালী থানার ওসি মোঃ কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ মনু মিঞা, শেখ সামচ্ছুদ্দোহা চান, মাহমুদ খান খোকন, দেলোয়ার সিকদার, কাউখালী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ সহ উপজেলা পর্যায়ের সকল দপ্তরের প্রধান ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব