রাজধানীর বাড্ডায় ট্রাকচাপায় দুই পা বিচ্ছিন্ন হয়ে জিন্না (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার রাতে মধ্য বাড্ডার ইউলুপ ও ফুটওভার ব্রিজ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিন্না গোপালগঞ্জের কোটালীপাড়ার জাফর আলীর স্ত্রী। তারা বাড্ডা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
বাড্ডা থানার ওসি রফিকুল ইসলাম জানান, রাতে মধ্য বাড্ডার ইউলুপ ও ফুটওভার ব্রিজ সড়কে ছেলে তোফায়েলকে নিয়ে পার হচ্ছিলেন ওই নারী। এ সময় ট্রাকচাপায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরই ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।