প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৩
তজুমদ্দিনে তিন সন্তানের জননীর সাথে পরকিয়ার জেরে এক যুবক আত্মহত্যার চেস্টা চালিয়েছে। শনিবার সকালে বিষপান করা ওই যুবককে তজুমদ্দিন হাসপাতালে আনলে ডাক্তাররা বিষ বের করে তাকে জেলা হাসপাতালে প্রেরন করে। বর্তমানে নজরুল ভোলায় ন্যাশনাল ডায়াগনস্টিকে ভর্তি রয়েছে। হাসপাতাল ও পরিবার সুত্রে জানাযায়, উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাদলীপুর গ্রামের মোঃ সালেমের ছেলে নজরুল ইসলাম (২৫) মোবাইল ফোনের মাধ্যমে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৩ নং ওয়াডের মোসলেউদ্দিনের স্ত্রী তিন সন্তানের জননী হাসনা বেগমের সাথে। হাসনা বেগম টগবী ইউনিয়নের দালালপুর ৩ নং ওয়াডের ইপিআই স্বাস্থ্য কর্মি।
বিষপান করা যুবকের সাথে হাসপাতালে আসা প্রেমিকা হাসনা বেগম জানান, কয়েক মাস আগে ফেসবুকে ইমুর মাধ্যমে নজরুলের সাথে পরিচয় হয়। তারা চরফ্যাসনসহ বিভিন্ন জায়গায় দেখা করত। নভেম্বরের দিকে নজরুল অভিমান করে হাকিমুদ্দিন রাস্তার মাথায় বাস থেকে লাফিয়ে পড়ে পা ভেঙ্গে ফেলে। তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে দুজনে গভীর ভাবে জড়িয়ে পড়ি। এরপর থেকে নজরুল ব্লাকমেইল করা শুরু করে। তাকে বুজাতেই হাসনা বেগম শুক্রবার স্বামীকে নিয়ে নজরুলের বাড়ীতে এসে বুজানোর চেস্টা করি। এসব নিয়েই অভিমান করে বিষপান করে। তজুমদ্দিন হাসপাতালের ডাক্তার বিটল চন্দ্র কর জানান, বিষ বের করা হয়েছে। ৭২ ঘন্টা পার না হতে রোগীর অবস্থা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাবে না।
ইনিউজ ৭১/এম.আর