এনটিআরসিএ’র সুপারিশপত্র প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: শুক্রবার ১লা ফেব্রুয়ারি ২০১৯ ০২:২৫ অপরাহ্ন
এনটিআরসিএ’র সুপারিশপত্র প্রকাশ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৪০ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের সুপারিশপত্র বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) প্রকাশ করা হয়েছে। গত ২৪ জানুয়ারি রাতে প্রকাশিত তালিকা অনুসারে এসব শিক্ষকদের নিয়োগের সুপারিশপত্র ওয়েবসাইটে প্রকাশ করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএ চেয়ারম্যান এস এম আশফাক হুসেন বলেন, সুপারিশপত্রগুলো নিবন্ধন কর্তৃপক্ষের ওয়বসাইটে অপলোড করা হয়েছে। প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠিয়ে এ বিষয়ে জানানো হয়েছে। তারা সুপারিশ পত্রটি নিজনিজ পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। এ সুপারিশকৃতরা পত্রটি নিয়ে প্রতিষ্ঠানে যোগদান করবেন।

চেয়ারম্যান আরও জানান, কোনও প্রতিষ্ঠান সুপারিশকৃতদের নিয়োগ না দিলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সংক্রান্ত অভিযোগ পেলে এনটিআরসিএ থেকে শিক্ষা বোর্ডকে বিষয়টি জানানো হবে। বোর্ড প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি ভেঙ্গে দিবে। সুপারিশপত্র দেখতে নিচের ছবিতে ক্লিক করুন।