'বলপ্রয়োগ, লাঠি ঘোরানো, হুমকি-ধমকি পুলিশের কাজ নয়'

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৩০শে জানুয়ারী ২০১৯ ০৯:৫৫ অপরাহ্ন
'বলপ্রয়োগ, লাঠি ঘোরানো, হুমকি-ধমকি পুলিশের কাজ নয়'

ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে উল্লেখ করে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী ও জনগণের সেবক। জনগণের প্রতি বলপ্রয়োগ, লাঠি ঘোরানো, হুমকি-ধমকি প্রয়োগ পুলিশের কাজ নয়। বুধবার পুলিশ সপ্তাহ-২০১৯ উপলক্ষে ডিএমপি সদর দফতরে এক শোভাযাত্রায় তিনি এসব কথা বলেন। এসময় ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের যথাযথভাবে দায়িত্ব পালন, কাউকে হয়রানি না করা ও মানুষ যাতে কাঙ্ক্ষিত সেবা পায় তা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, জনবান্ধব, নারী ও শিশুবান্ধব পুলিশিং ব্যবস্থা প্রতিষ্ঠায় পুলিশ ও জনগণের মাঝে সম্পর্ক উন্নয়নে নিরলসভাবে কাজ করছি। পুলিশ সদস্যদের উচিত নিরীহ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সাহস দেয়া।

পুলিশ মানুষকে একটি নিরাপদ নগরী উপহার দিতে চায় উল্লেখ করে আছাদুজ্জামান মিয়া বলেন, অঙ্গীকার করতে চাই যে নগরবাসীর সহায়তায় আমরা মাদক নির্মূল করব। কোনো ছিনতাই থাকবে না। কেউ নারীদের হয়রানি করবে না, ব্যবসায়ীদের চাঁদা দিতে হবে না এবং কেউ প্রবাসীদের জমি দখল করবে না। সবাই নিরাপদে থাকবে। ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, ডিএমপির ট্রাফিক বিভাগ সার্বক্ষণিক কাজ করছে। আমরা কিছু পরিকল্পনা নিয়েছি। এগুলো বাস্তবায়ন হলে যানজট সহনীয় মাত্রায় নেমে আসবে। প্রসঙ্গত, বিভিন্ন সময়ে নাগরিকরা পুলিশি হয়রানির অভিযোগ করে আসছেন। কখনো কখনো হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ আসে পুলিশ সদস্যদের বিরুদ্ধে। লাঠিচার্জ করে আহত করারও অভিযোগ পাওয়া যায়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব