হঠাৎ নাজেহাল মিয়ানমারের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৩০শে জানুয়ারী ২০১৯ ১১:৩০ পূর্বাহ্ন
হঠাৎ নাজেহাল মিয়ানমারের রাষ্ট্রদূত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে সাড়া দিতে গিয়ে গাড়ি নষ্ট হওয়ার বেশ নাজেহাল হয়েছেন ঢাকাস্থ মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন উ। শেষমেষ অপ্রস্তুত রাষ্ট্রদূতকে উদ্ধার করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘণ্টাব্যাপী অপেক্ষার শেষে মন্ত্রণালয়ের গাড়িতে করেই দূতাবাসে ফিরতে হয়েছে তাকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনার শুরু হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি তলবের মধ্য দিয়ে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকেলে সেই আহ্বানে সাড়া দিয়ে যথা সময়ে মন্ত্রণালয়ে পৌঁছান উ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক মহাপরিচালক মো. দেলোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎও করেন। সেখানে আধা ঘণ্টার ওই বৈঠকে রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশ সম্পর্কে মিয়ানমার সরকারের সাম্প্রতিক বক্তব্যের কড়া প্রতিবাদ জানানো হয়। তার হাতে একটি কূটনৈতিক প্রতিবাদের চিঠিও ধরিয়ে দেয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এড়িয়ে দ্রুত বেরিয়ে যান মিয়ানমারের রাষ্ট্রদূত।

তবে অপ্রস্তুত হয়ে বিড়ম্বনায় পড়েন ফেরার জন্য যখন গাড়ির কাছে যান। দূতাবাসের চালক জানান, রাষ্ট্রদূতকে বহনকারী গাড়ির ব্যাটারি নষ্ট হওয়ায় বহু চেষ্টা করেও চালু করতে পারছেন না। ঘটনায় বেশ অস্বস্তিতে পড়ে যান রাষ্ট্রদূত এবং সাথে থাকা সহকর্মীকে বিষয়টি দেখভালের নির্দেশ দেন। আর নিজেও উপায় না দেখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাগানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা তাকে সঙ্গ দেন। রাষ্ট্রদূতের সহকর্মী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা সংশ্লিষ্ট কর্মীরা তখন পরিবহন পুলের সহায়তায় গাড়িটি সচলের চেষ্টা করেন। কিন্তু ঘণ্টা খানেকের চেষ্টায়ও কোনো ফল আসেনি। তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ই গাড়ি দিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে দূতাবাসে পৌঁছানোর ব্যবস্থা করেন। পরে রাতে রাষ্ট্রদূতের নষ্ট গাড়িটি অন্য গাড়ি দিয়ে টেনে মেরামতের জন্য ওয়ার্কশপে পাঠানো হয়।