একাদশ জাতীয় সংসদে উপনেতা হচ্ছেন বেগম মতিয়া চৌধুরী। এর আগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এ পদে ছিলেন। তবে এবার তার শারীরিক অবস্থা নাজুক।
এ কারণে তিনি উপনেতার দায়িত্বে থাকছেন না বলে জানিয়েছে আওয়ামী লীগের একাধিক সূত্র। মতিয়া চৌধুরী শেরপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। এর আগে তিন মেয়াদে সরকারের কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। মূলত এ কারণেই তাকে মন্ত্রিসভায় রাখা হয়নি বলেও নিশ্চিত হওয়া গেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।