আলোচিত লিটন হত্যা মামলার আসামীর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: মঙ্গলবার ২৯শে জানুয়ারী ২০১৯ ০৭:২২ অপরাহ্ন
আলোচিত লিটন হত্যা মামলার আসামীর আত্মসমর্পণ

দশ বছর পর বরিশালের আগৈলঝাড়ার আলোচিত লিটন হত্যা মামলার আসামীর আদালতে আত্মসমর্পণ। জানা গেছে, ২০০৯ সালে ২৯ জুন উপজেলার নগরবাড়ি গ্রামের জায়গা জমির বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনায় মতিউর রহমান হাওলাদারের ছেলে লিটন হাওলাদার নিহত হয়। ওই ঘটনায় লিটনের ভাই ইউপি সদস্য বাচ্চু হাওলাদার বাদী হয়ে ৬জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন, নং-১২(২৯-৬-২০০৯)। 

ওই মামলার এজাহারভুক্ত আসামী দেলোয়ার হাওলাদারের ছেলে টটুুল হাওলাদার জীবনের প্রয়োজনে ইতালী পাড়ি জমায়। প্রবাসী টুটুল হাওলাদার প্রায় ১০ বছর পর দেশে ফিরে সোমবার বরিশাল জেলা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালতের বিচারক টুটুলকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। লিটন হত্যা মামলার অন্য আসামীরা বর্তমানে জামিনে রয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব