ইয়াবাবোঝাই ট্রাকসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
শ.ম.গফুর , উপজেলা প্রতিনিধি উখিয়া- কক্সবাজার
প্রকাশিত: শুক্রবার ১৮ই জানুয়ারী ২০১৯ ১১:১৫ পূর্বাহ্ন
ইয়াবাবোঝাই ট্রাকসহ আটক ২

কক্সবাজার-টেকনাফ সড়কের ঝিলংজা বিসিক শিল্প এলাকায় অভিযান চালিয়ে ৪৫,৭৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ টি ট্রাকসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৭। র‍্যাব-৭, কক্সবাজার ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফ হতে একটি ট্রাকযোগে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে  ১৫ জানুয়ারি  ১১টা ৪৫ মিনিটের সময় র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল  জেলার সদর থানার ঝিলংজা বিসিক শিল্প এলাকা মোড় সংলগ্ন পলিটেকনিক্যাল কলেজের সামনে রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় টেকনাফ হতে কক্সবাজারগামী একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‍্যাব সদস্যরা ট্রাকটিকে থামানোর সংকেত দিলে ড্রাইভার গাড়িটি রাস্তার পাশে থামিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‍্যাব সদস্যরা ধাওয়া করে  মোঃ জসিম (২৮) (ড্রাইভার), পিতা- মৃত নুর আহম্মদ, গ্রাম- সওদাগর পাড়া, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার এবং মোঃ আলম (৪৮), পিতা- মৃত ঠান্ডা মিয়া, গ্রাম-ডেমুশিয়া, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার, বর্তমান ঠিকানা- ধোয়াপালং ডানপাড়া, থানা- রামু, জেলা- কক্সবাজার’দেরকে আটক করে। 

এসময় আসামী মোঃ সেলিম (৩৫), পিতা- অজ্ঞাত, গ্রাম- কচুবুনিয়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও সনাক্তমতে ট্রাকটি তল্লাশী করে ট্রাকের ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৪৫,৭৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ উক্ত ট্রাকটি (ঢাকা মেট্রো-ড ১১-৭৫২১) জব্দ করা হয়। এছাড়াও গ্রেফতারকৃত আসামীদের দেহ তল্লাশী করে ০২ টি মোবাইল সেট এবং ০২ টি সীম কার্ড জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সাথে যোগসাজশে টেকনাফ হতে কম মূল্যে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে এবং কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে অধিক মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ২ কোটি ২৮ লক্ষ ৯০ হাজার টাকা এবং জব্দকৃত ট্রাকের আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার  সদর মডেল থানায় হন্তান্তর করা হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব