পরিষদ নির্বাচনে দলীয় নেতাকর্মি ও এলাকাবাসীর সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
গাজী আবুল কালাম , উপজেলা প্রতিনিধি ইন্দুরকানী (পিরোজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৭ই জানুয়ারী ২০১৯ ০৪:১৬ অপরাহ্ন
পরিষদ নির্বাচনে দলীয় নেতাকর্মি ও এলাকাবাসীর সাথে মতবিনিময়

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃপিরোজপুরের ইন্দুরকানীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আ.লীগ নেতা আলহাজ্ব মনিরুজ্জামান সেলিম দলীয় নেতাকর্মি ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছেন। বুধবার রাত ৭টায় প্রার্থী হওয়ার বিষয়ে উপজেলার চরবলেশ্বর গ্রামের তার নিজ বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেনের সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মনিরুজ্জামান সেলিম, উপজেলা জেপির সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু,

উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার ইউসুফ আলী জোমাদ্দার, উপজেলা কৃষকলীগের সভাপতি রুহুল আমীন বাগা, সাবেক আ’লীগ নেতা মহারাজ গাজী, বালিপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মিজানুর রহমান হাওলাদার, যুগ্ন সাধারণ সম্পাদক আঃ রহিম খান, ইউনিয়ন ছাত্রলীগ আহবায়ক রাহাত হোসেন গাজী, পত্তাশী ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক সাইফুল ইসলাম মিন্টু, বালিপাড়া ইউনিয়ন শ্রমীকলীগের সাধারণ সম্পাদক জামাল মাতুব্বর, বালিপাড়া ইউনিয়নসেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম ইমন  প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন বালিপাড়া ইউনিয়ন আ’লীগের  সভাপতি মোস্তাফিজুর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য ইয়াকুব আলী, বালিপাড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও সাবেক ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বালিপাড়া ইউনিয়ন জেপির সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম,

আ’লীগ নেতা আবু তালেব শেখ, পাড়েরহাট ইউনিয়ন যুবলীগের আহবায়ক মাইনুল শিকদার, পত্তাশী ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম, বালিপাড়া ইউনিয়ন শ্রমীকলীগ সভাপতি বাদশা হাওলাদার, বালিপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক বাপ্পি মোল্লা, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রাহাত খান রাজু, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক রুহুল আমিন হাওলাদার সহ ইউনিয়ন ও ৯ টি ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমীকলীগ ও সেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপস্থিত আ.লীগ ও জেপির নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় জনসাধারন তাকে সমর্থন জানান।

এসময় মনিরুজ্জামান সেলিম তার বক্তব্যে বলেন, আমি আপনাদের ঘরের ছেলে এবং বাংলাদেশ আওয়ামীলীগের জন্ম লগ্ন থেকে আমারা আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমার বড় ভাই বিগত বিশ বছর যাবৎ বালিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছেন। আমার ছোট ভাই স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি। আমিও বর্তমানে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছি। দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলাম। এছাড়া এলাকার সাধারণ মানুষের সুখে দুঃখে আমি পাশে ছিলাম আর ভবিষ্যতেও একজন সেবক হিসাবে আপনাদের পাশে থাকতে চাই। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের সমর্থন পেলে এবং বাংলাদেশ আওয়ামীলীগ থেকে আমাকে মনোনয়ন দিলে আমি আপনাদের পাশে থেকে কাজ করব।