প্রকাশ: ১৭ জানুয়ারি ২০১৯, ২১:৪০
ব্রাহ্মণবাড়িয়ায় সৌরভ আহমেদ মীম নামের এক কিশোরের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সাংবাদিক সম্মেলন করেছে নিহতের পিতা আশরাফ উদ্দিন (আশু মিয়া)। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য বলেন, গত ২৪ শে ডিসেম্বর শহরের শিমরাইলকান্দি এলাকার একদল চিহ্নিত সন্ত্রাসী সৌরভ আহমেদ মীমকে হত্যা করে রাস্তার পাশে ফেলে যায়।
এ ঘটনায় মামলা করা হলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। বরং আসামীরা প্রতিনিয়তই মামলা তুলে নিতে হুমকী-ধামকী দিচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচারের দাবী জানান। এ সময় এলাকবাসী মোঃ ইকবাল হোসেন, সজল ধামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইনিউজ ৭১/এম.আর