তৃতীয় দিনেও আ.লীগের ফরম সংগ্রহে ভিড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৭ই জানুয়ারী ২০১৯ ১২:১৭ অপরাহ্ন
তৃতীয় দিনেও আ.লীগের ফরম সংগ্রহে ভিড়

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য তৃতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়। মনোনয়ন প্রত্যাশীরা ফরম সংগ্রহের জন্য সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন। মনোনয়ন ফরমের দাম ধার্য করা হয়েছে ৩০ হাজার টাকা। আওয়ামী লীগের সংরক্ষিত ৪৩টি আসনের জন্য ধানমন্ডি অফিসে ৮টি বুথে ৮ বিভাগের মনোনয়ন ফরম বিক্রি চলছে।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়ন পেতে দ্বিতীয় দিন শেষে এখন পর্যন্ত ১০৫৭ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আর জমা পড়েছে ৩৩০টি ফরম। এর আগে, মঙ্গলবার (১৫ জানুয়ারি) ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার এবং দলের জন্য যাদের ত্যাগ রয়েছে এমন নারী রাজনৈতিক কর্মীরা যেমন মনোনয়ন ফরম কিনছেন পাশাপাশি পিছিয়ে নেই অভিনয় শিল্পীরাও। প্রসঙ্গত, আগামী ১৭ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

ইনিউজ ৭১/এম.আর