রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১৬ই জানুয়ারী ২০১৯ ০৭:১৯ অপরাহ্ন
রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষতি

রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আদর্শ শেখ পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) রাত ১০টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ৩টি আসবাবপত্রের দোকান ও ৭টি সেমিপাকা বসতঘর ভষ্মিভূত হয়। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। অগ্নিকান্ডের খবরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করেছেন। মরিময়নগর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সেলিম বলেন, ‘মঙ্গলবার রাতে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে আদর্শ শেখ পাড়া এলাকায় হঠাৎ আগুন ধরে যায়।

আগুনে স্থানীয় আলতাফ হোসেনের মালিকানাধীন ৩টি ফার্নিচারের দোকান ও কায়দা আযম, আবদুর রাজ্জাক, আবদুল মান্নান, মাওলানা আবদুল কাদের, মোহাম্মদ সালাউদ্দিন, মো. গিয়াস উদ্দিন, মাহফুজুল হকের মালিকানাধীন ৭টি সেমিপাকা বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের বিষয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে দীর্ঘ ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বুধবার (১৬ জানুয়ারি) সকালে আগুনে ক্ষতিগ্রস্তদের রাঙ্গুনিয়ার সাংসদ মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এর পক্ষ থেকে ২০ কেজি করে চাউল ও প্রত্যেককে ৩টি করে কম্বল বিতরণ করা হয়েছে। রাঙ্গুনিয়ার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা লিটন হাওলাদার বলেন, ‘আগুন লাগার খবরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি।’ 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব