ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১৬ই জানুয়ারী ২০১৯ ০৫:১০ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে  জাতীয় ভিটামিন  এপ্লাস ক্যাম্পইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আয়োজিত ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: মাসুম ইফতেখার।

এতে জানানো হয় আগামী ১৯ শে জানুয়ারি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ড আওতায় ৯ টি উপজেলার ও পৌরসভায় ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লক্ষ ৬৬ হাজার ৮ শত ৯৪ এবং ৬ থেকে ১১ মাস বয়সী ৫৬ হাজার ১শত ৯২ জন শিশুকে ২ হাজার ৪শত ৫৬ টি কেন্দ্র ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।কর্মশালায় জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেয়।

ইনিউজ ৭১/এম.আর